সম্প্রতি, ‘ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাওয়ার্ডের বছরের সেরা ছবি’ শীর্ষক ক্যাপশনে সুপারম মুন বা পূর্ণিমার চাঁদের ও তিমির অবয়ব বৈশিষ্ট্যের একটি ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাওয়ার্ডের বছরের সেরা ছবি দাবিতে সুপারম মুন বা পূর্ণিমার চাঁদের ও তিমির অবয়ব বৈশিষ্ট্যের প্রচারিত ছবিটি আসল নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে ন্যাশনাল জিওগ্রাফিকের অফিসিয়াল ওয়েবসাইটে পর্যবেক্ষণ করে এমন কোনো ছবি পাওয়া যায়নি। ২০২৪ সালের জন্য বছরের সেরা ফটোগ্রাফ হিসাবে স্বীকৃত এমন অনুরূপ কোনো ছবি নেই।
এছাড়া, চাঁদের আকারের সাথে তিমির বৈশিষ্ট্যের অসঙ্গতি থাকায় আমাদের প্রাথমিক পর্যবেক্ষণে ছবিটি এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে মনে হয়েছে।
এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট হাইভ মডারেশনের সাহায্য নেওয়া হয়। ওয়েবসাইটির বিশ্লেষণে ভিডিওটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা ৮২.৫% শতাংশ বলে ফলাফল দিয়েছে
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি সুপারম মুন বা পূর্ণিমার চাঁদের ও তিমির অবয়ব বৈশিষ্ট্যের একটি ছবিকে ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাওয়ার্ডের বছরের সেরা ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- National Geographic: website
- hivemoderation
- Rumor Scanner’s Own Analysis