সম্প্রতি, মিউজিকের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেলিংয়ের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, ভিডিওটি ১৯৬৮ সালে লন্ডনে ধারণ করা।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ১৯৬৮ সালে লন্ডনে ধারণকৃত শেখ হাসিনার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয় বরং এটি ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।
ভিডিওটির সত্যতা যাচাইয়ে শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে Nikki Dhankhar নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১ জুন প্রচারিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে শেখ হাসিনার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওর ব্যক্তির ড্রেস, অঙ্গভঙ্গি এবং ব্যাকগ্রাউন্ড এর হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে একই ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে অনুসন্ধানে গত ১২ জুন প্রকাশিত আরেকটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথেও আলোচিত ভিডিওর ব্যক্তির মিল খুঁজে পাওয়া যায়।
অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে আরও জানা যায় নিক্কি ধারখান নামের এই তরুণী একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর।
ডিপফেক হল বাস্তবসম্মত দেখতে কিন্তু নকল বা কিছুটা পরিবর্তিত কন্টেন্ট যা ভিডিও বা অডিওর উপাদান সম্পাদনা করে তৈরি করা হয়। ডিপফেক ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রযুক্তি ব্যবহার করে একজন ব্যক্তির মুখের অবয়ব বা ভয়েসকে অন্য কারোর সাথে বিশ্বাসযোগ্যভাবে প্রতিস্থাপন করা হয়। এই প্রযুক্তির সহায়তায় একজন ব্যক্তির এমন কিছু ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরি করা সম্ভব যা তিনি নিজে বলেননি বা করেননি।
মূলত, সম্প্রতি ১৯৬৮ সালে লন্ডনে শেখ হাসিনার ভিডিও দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত এই ভিডিওটি মূলত ডিপফেক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। মূল ভিডিওটি নিক্কি ধারখান নামের একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের। ডিপফেক প্রযুক্তির সহায়তায় নিক্কি ধারখানের মুখাবয়ব পরিবর্তন করে তাতে শেখ হাসিনার মুখাবয়ব যোগ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্বে বিভিন্ন সময় রাজনৈতিক ব্যক্তি, পুলিশ কর্মকর্তা ও অভিনেত্রীদের নিয়ে ইন্টারনেটে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়লে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। প্রতিবেদনেগুলো দেখুন এখানে।
সুতরাং, ১৯৬৮ সালে লন্ডনে ধারণকৃত শেখ হাসিনা ভিডিও দাবিতে ইন্টারনেটে ভাইরাল ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- Nikki Dhankhar- Instagram Post
- Rumor Scanner’s Own Analysis