schema:text
| - সরকারি সকল গ্রেডের চাকরিতে স্থায়ীভাবে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান টানা আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে গতকাল (৩০ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাচ ধারণ করা হয়। তবে, সরকার ঘোষিত এই রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। নয় দফা দাবি আদায়ে গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই প্রেক্ষিতে আয়মান সাদিক, মুনজেরিন শহীদসহ অনেকেই নিজেদের ফেসবুক প্রোফাইল ছবিতেও লাল রঙ দিয়ে আন্দোলনকারীদের সাথে নিজেদের একাত্মতার জানান দেন। কিন্তু, আয়মান সাদিকের প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল ও টেন মিনিট স্কুল স্কিলস এর ফেসবুক পেজের প্রোফাইল ছবি সরকারিভাবে রাষ্ট্রীয় শোক পালনের মতো কালো রঙের দেখা যায় যার স্ক্রিনশটের কোলাজ তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মর্মে দাবি প্রচার করা হয় যে, আয়মান সাদিক ও টেন মিনিট স্কুল সরকার পক্ষ ও আন্দোলনকারী দুপক্ষের সাথেই ভারসাম্য বজায় রাখতে দুই পক্ষেরই পালনকৃত কর্মসূচির মতো করেই দুই রঙেরই প্রোফাইল ছবি ব্যবহার করে দ্বিচারিতার পরিচয় দিয়েছেন।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সরকারের ঘোষণাকৃত রাষ্ট্রীয় শোকের সাথে একাত্মতা পোষণ করতে নয়, বরং আন্দোলনকারীদের সাথে একাত্মতার জানান দিতে টেন মিনিট স্কুলের উল্লিখিত দুইটি পেজে রাষ্ট্রীয় শোক ঘোষণার প্রায় ১৫ দিন আগেই কালো রঙের ছবি প্রোফাইল ছবি হিসেবে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে গতকাল সেটি লাল রঙের করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে গেলে দেখা যায়, গত ১৫ জুলাই পেজটি তাদের প্রোফাইল ছবিতে কালো রঙ পোস্ট করে। এর পরেরদিন ১৬ জুলাই টেন মিনিট স্কুল স্কিলস নামের অন্য পেজেও তারা কালো রঙের প্রোফাইল ছবি পোস্ট করে।
উল্লেখ্য, গত পহেলা জুলাই থেকে সরকারি সকল গ্রেডের চাকরিতে স্থায়ীভাবে বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী টানা আন্দোলন চলছে। গত ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের পর এই আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে৷ এতে আন্দোলনকারীদের সাথে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের দফায় দফায় পক্ষের এই সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ক্রমান্বয়ে পুরো দেশেই ছড়িয়ে পড়ে। এরই মাঝে গত ১৬ জুলাই দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে পার্ক মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় সংঘর্ষের সম্মুখে থাকা আবু সাঈদ নামে এক শিক্ষার্থী নিহত হন। তিনি বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী এবং কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
এরই প্রেক্ষিতে সারাদেশেই অনলাইনে প্রতিবাদ ও নিন্দা প্রকাশ শুরু হয়। এই সময়েই টেন মিনিট স্কুল (১৫ জুলাই) ও টেন মিনিট স্কুল স্কিলস (১৬ জুলাই) তাদের ফেসবুক পেজের প্রোফাইল ছবিতে কালো রঙ পোস্ট করে যা আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করতে ও শোক প্রকাশ করতে পোস্ট করা হয়েছে তা স্পষ্টই।
তাছাড়া, এসময়ই টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক নিজেও তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোটা সংস্কার আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে পোস্ট করেন যার ধারাবাহিকতায় টেন মিনিট স্কুলের সাথে ৫ কোটি টাকার চুক্তি বাতিল করে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। তবে, কোটা সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার কারণেই চুক্তি বাতিল করা হয়েছে শীর্ষক দাবি বা ঘোষণা বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে করা হয়নি।
অপরদিকে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণল রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে গতকাল ৩০ জুলাই এবং গত ২৯ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় যা টেন মিনিট স্কুলের পেজের প্রোফাইল ছবিতে কালো রঙ দেওয়ার বেশ পরের ঘটনা।
উল্লেখ্য, গতকাল (৩০ জুলাই) টেন মিনিট স্কুল ও টেন মিনিট স্কুল স্কিলস পেজ তাদের কালো রঙের আগের প্রোফাইল ছবি পরিবর্তন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে লাল রঙের প্রোফাইল ছবি পোস্ট করেছে।
মূলত, চলমান কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে গতকাল (৩০ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করার ঘোষণা দেওয়া হয়। এসময় কালো ব্যাচ বা রঙ ব্যবহার করে শোক পালন কর্মসূচিতে একাত্মতার জানান দেওয়া হয়। অপরদিকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখান করে আন্দোলনের সাথে একাত্মতা পোষণকারীরা লাল রঙ ব্যবহার করে। টেন মিনিট স্কুল ও টেন মিনিট স্কুল স্কিলস এর পেজেও কালো রঙের প্রোফাইল ছবি দেখে ফেসবুকে দাবি প্রচার করা হয় আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ নিজেদের ফেসবুক প্রোফাইলে লাল রঙ দিলেও টেন মিনিট স্কুলের পেজে কালো রঙ দিয়ে দ্বিচারিতা প্রকাশ করেছেন৷ কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, টেন মিনিট স্কুলের পেজের কালো রঙ সরকারের রাষ্ট্রীয় শোক ঘোষণার আগে থেকেই ছিল এবং আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণেই দেওয়া হয়েছে। তাছাড়া, পরবর্তীতে টেন মিনিট স্কুলের পেজের প্রোফাইল ছবিতে কালো রঙ পাল্টিয়ে লাল রঙ দেওয়া হয়েছে।
সুতরাং, টেন মিনিট স্কুল সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে কালো রঙের প্রোফাইল ছবি পোস্ট করেছে দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- 10 Minute School – Facebook Post
- 10 Minute School Skills – Facebook Post
- The Daily Ittefaq – কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক
- The Daily Ittefaq – দাবি আদায়ে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, নতুন কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- Rumor Scanner’s own analysis
|