About: http://data.cimple.eu/claim-review/ea43377d23fcbfbfa10478994c83ccbdb08a526efc3c49eeb0b265e6     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • না, এটি ভোলোদিমির জেলেনস্কি ও তাঁর স্ত্রীর 'এন্ডলেস লাভ' গান গাওয়া নয় ভিডিওর ব্যক্তিরা হলেন মার্কিন গায়ক আলেজান্দ্রো লুই মানজানো ও গায়িকা কনি ট্যালবট, ভোলোদিমির জেলেনস্কি ও তাঁর স্ত্রী নন। 'এন্ডলেস লাভ' (Endless Love) গানটির একটি সংস্করণ এই বলে ভাইরাল হয়েছে যে, সেটি গাইছেন ইউক্রেন-এর (Ukraine Russia Crisis) প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ও তার স্ত্রী ওলেনা জেলেনস্কা (Olena Zelenska)। ভিডিওটিতে যাঁরা গান গাইছেন, তাঁরা জেলেনস্কি ও তাঁর স্ত্রী নন। তাঁরা হলেন গায়ক আলেজান্দ্রো লুই মানজানো (Alejandro Luis Manzano) ও গায়িকা কনি ট্যালবট (Connie Talbot)। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন গায়ক ও একজন গায়িকা ১৯৮১ সালে লায়েওনেল রিচি ও ডায়েনা রস-এর গাওয়া দ্বৈত গানটি গাইছেন। রাশিয়ার দ্বারা ইউক্রেন আক্রমণের পটভূমিতে ভিডিওটি শেয়ার করা হচ্ছে। রাষ্ট্রসঙ্ঘের হিসেব অনুযায়ী, ওই যুদ্ধে এ পর্যন্ত ৫০০ অসামরিক ব্যক্তি মারা গিয়েছেন। ভিডিওটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ও তাঁর স্ত্রী ওলেনা, কেবল নিজেদের জন্য নয়, তাঁদের প্রিয় দেশ ইউক্রেনের জন্যও 'এন্ডলেস লাভ'(অনন্ত ভালবাসা) গানটি গাইছেন। ভিডিওটি ফেসবুক ও টুইটারে শেয়ার করা হচ্ছে। টু্ইটটির আর্কাইভ এখানে। আরও পড়ুন: কর্নাটকের রাস্তায় প্রকান্ড অজগরের ভিডিও ছড়াল আসানসোলের ঘটনা বলে তথ্য যাচাই 'এন্ডলেস লাভ কাভার ভারশান' – এই কি-ওয়ার্ডগুলি দিয়ে আমরা ইউটিউবে সার্চ করি। তার ফলে, বয়েস অ্যভেনিউ-এর তৈরি আসল ভিডিওটি দেখতে পাই আমরা। বয়েস অ্যাভেনিউ হল একটি মার্কিন 'কাভার' (বা রিমেক) ব্যান্ড। তিন ভাই, আলেজান্দ্রো, ফেবিয়ান ও ড্যানিয়েল মানজানো হলেন এই ব্যান্ডের সদস্য। গায়িকা কনি ট্যালবট, তাঁদের 'এন্ডলেস লাভ' গানটির একটি রিমেক সংস্করণে অংশ নেন। সেটি ২০ ফেব্রুয়ারি, ২০২২ ইউটিউবে আপলোড করা হয়।
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • English
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software