schema:text
| - সম্প্রতি, তাহেরির জানাজা থেকে সরাসরি সম্প্রচারণ- শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, প্রচারিত ভিডিওটি আলোচিত ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরির জানাজার দৃশ্য।
ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গিয়াসউদ্দিন তাহেরির জানাজা দাবিতে প্রচারিত ভিডিওটি গিয়াসউদ্দিন তাহেরির জানাজার নয় এমনকি গিয়াসউদ্দিন তাহেরি মারাও যাননি, বরং ভিন্ন ব্যক্তির জানাজার ভিডিওকে গিয়াসউদ্দিন তাহেরির জানাজার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ০৪ মিনিট ৫২ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শুরুর দিক থেকে উপস্থাপক দৃশ্যটি গিয়াসউদ্দিন তাহেরির জানাজার দৃশ্য দাবি উপস্থাপন করলেও শেষ দিকে ভিডিওটি গিয়াসউদ্দিন তাহেরির জানাজার নয় বলে উল্লেখ করেন। এছাড়া উপস্থাপক নিজেই ভিডিওর শেষ অংশে দাবিটি হাস্যরসাত্মক (সার্কাজম) করে বলে উল্লেখ করেন।
তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ ভিডিওটির শেষ অংশ পর্যন্ত না দেখেই বা উপস্থাপকের কথা না শুনেই দাবিটি সত্য মনে করছেন।
পরবর্তীতে প্রচারিত ভিডিওটির উৎস খুঁজে বের করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে Md Mizan নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৮ জুন প্রচারিত কিছু ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে। (১, ২, ৩)
ভিডিওগুলোর ক্যাপশন থেকে জানা যায়, জানাজার দৃশ্যটি গত ২৮ জুন মুন্সিগঞ্জের জনৈক লতিফ মেম্বারের জানাজার।
এছাড়া, গিয়াসউদ্দিন তাহেরির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি গত ১৩ জুলাইও চট্টগ্রামের একটি ইসলামিক মাহফিলে অংশগ্রহণ করেছেন। যেখানে আলোচিত দাবিটি গত ১১ জুলাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা যায়।
মূলত, সম্প্রতি তাহেরির জানাজা থেকে সরাসরি সম্প্রচার শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইসলামিক বক্তা গিয়াসউদ্দিন তাহেরির জানাজার নয়। এমনকি গিয়াসউদ্দিন তাহেরি মারাও যাননি। প্রকৃতপক্ষে, গত ২৮ জুন মুন্সিগঞ্জের জনৈক লতিফ মেম্বারের জানাজা দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। এছাড়া, গত ১৩ জুলাই গিয়াসউদ্দিন তাহেরিকে চট্টগ্রামের একটি ইসলামিক মাহফিলে অংশগ্রহণ করতেও দেখা যায়।
সুতরাং, ভিন্ন ব্যক্তির জানাজার দৃশ্যকে গিয়াসউদ্দিন তাহেরির জানাজার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Md Mizan- Facebook Account
- Md Mizan- Facebook Post (1, 2, 3)
- Gias Uddin- Facebook Post
- Rumor Scanner’s Own Analysis
|