schema:text
| - সম্প্রতি, লোকালয়ে বাঘ ঘুরে বেড়ানোর একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, এটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের দৃশ্য।
আবার কোথাও কোথাও এটিকে খুলনার বাগেরহাটের এমনকি সাতক্ষীরার দৃশ্য দাবিতেও প্রচার করছে।
চট্টগ্রামের দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
খুলনার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
সাতক্ষীরার দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লোকালয়ে বাঘ ঘোরাফেরার দৃশ্যটি বাংলাদেশের নয়, বরং এটি আসামের নগাঁওয়ের একটি গ্রামে বাঘ ঘোরাফেরার দৃশ্য।
অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম “Republic” এর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গত ০৪ জুলাই প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, দৃশ্যটি আসামের নগাঁওয়ের একটি গ্রামের এবং স্থানটি নগাঁও জেলার লাওখোয়া বুড়চাপরি বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছেই অবস্থিত। এই বাঘটির আক্রমণে দুইজন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
একই ভিডিও ভারতীয় গণমাধ্যম “Republic World” এর ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়।
সেখানেও দৃশ্যটি ভারতের আসামের নগাঁও জেলার বলে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম Hindustan Times এর ওয়েবসাইটে গত ০৩ জুলাই “2 injured in tiger attack in Assam’s Nagaon: Officials” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
উক্ত প্রতিবেদনেও একই তথ্য উল্লেখ রয়েছে।
পাশাপাশি, ভারতীয় গণমাধ্যম শিলিগুড়ি বার্তার এর ফেসবুক পেজে এবং নিউজ নাইন এর ওয়েবসাইটে একই তথ্যে একই ভিডিও প্রকাশ করা হয়েছে।
মূলত, সম্প্রতি লোকালয়ে একটি বাঘ ঘোরাফেরার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দৃশ্যটি বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের দৃশ্য। আবার কোথাও কোথাও এটিকে খুলনার বাগেরহাটের ও সাতক্ষীরার দৃশ্য দাবিতেও প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, এটি ভারতের আসাম রাজ্যের নগাঁওয়ের একটি গ্রামের দৃশ্য।
সুতরাং, ভারতের আসাম রাজ্যের নগাঁওয়ের একটি গ্রামে লোকালয়ে বাঘ ঘোরাফেরার দৃশ্যকে বাংলাদেশের ভিন্ন ভিন্ন স্থানের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Republic- X Post
- Republic World- Youtube Video
- Hindustan Times- 2 injured in tiger attack in Assam’s Nagaon: Officials
- Siliguri Barta- Facebook Post
- News Nine- Video: Royal Bengal Tiger causes panic in Assam village amid flood crisis
- Rumor Scanner’s Own Analysis
|