schema:text
| - ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ০৫ আগস্ট তারিখে ক্ষমতা হারায় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ক্ষুব্ধ জনতা আওয়ামীলীগের নানা নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে। গত ০৫ আগস্ট তারিখে জাতীয় সংসদের সাবেক হুইপ, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইলের বাড়িতেও ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফী বিন মর্তুজার বক্তব্য দাবিতে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচারিত হয় যেখানে মাশরাফীকে বলতে শোনা যায়, “ঘরবাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘরছাড়া করেছেন। এখন আবার মামলাও দিচ্ছেন। দেয়ালে পিঠ ঠেকে গেলে সামলাতে পারবেন তো?”।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উল্লিখিত উক্ত ভিডিওগুলো সম্মিলিতভাবে প্রায় ৮০ লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় ২ লক্ষ ১০ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাশরাফী বিন মোর্ত্তজা আলোচিত বক্তব্যটি প্রদান করেননি, বরং ভিন্ন একটি অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় মাশরাফীর ভিন্ন প্রসঙ্গের এক ভিডিওতে সংযুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে মাশরাফীর বলা কথা দাবিতে প্রচারিত অডিওর সাথে মাশরাফীর ঠোঁট ও মুখভঙ্গির অসামঞ্জস্যতা লক্ষ্য করে রিউমর স্ক্যানার টিম।
এ বিষয়ে অনুসন্ধানে ০৩ জুলাই তারিখে Diversity Official নামে একটি ইউটিউব চ্যানেলে গত ০৩ জুলাই তারিখে স্ট্রিম হওয়া ০১ ঘণ্টা ৪৮ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা পড়ে জানা যায়, ভিডিওটি বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট ২০২৪ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের। উক্ত ভিডিওটির ০৩ মিনিটের পর মাশরাফী বিন মর্তুজাকে বক্তব্য দিতে দেখা যায়। উক্ত অনুষ্ঠানে মাশরাফী বিশেষ অতিথি ছিলেন বলে জানা যায়। উক্ত সময় মাশরাফী বিন মোর্ত্তজার পোশাক, পারিপার্শ্বিক দৃশ্যসহ বাচনভঙ্গির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
ভিডিওটিতে মাশরাফীকে মাদক, যৌতুক ও বাল্যবিবাহ রুখতে তরুণ সমাজকে আহ্বান করতে দেখা যায়। এছাড়া, খেলাধুলার গুরুত্বসহ তরুণ সমাজকে শুভকামনা জানান তিনি এবং তরুণসমাজকে নিয়ে আশাবাদও ব্যক্ত করেন। উক্ত ভিডিওটিতে মাশরাফীর বক্তব্যে কোথাও আলোচিত দাবিতে প্রচারিত বক্তব্য দিতে দেখা যায়নি৷ তাছাড়া, ধারণকৃত ভিডিওটি মাশরাফীর বাড়ি পোড়ানোর আগের ঘটনার।
একই ঘটনায় মূলধারার সংবাদমাধ্যম জনকণ্ঠ এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে মাশরাফীর উক্ত বক্তব্য প্রচারিত হতে দেখা যায়।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মাশরাফীর আলোচিত দাবিতে প্রচারিত বক্তব্য দেওয়ার সপক্ষে নির্ভরযোগ্য বা গণমাধ্যম সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, “ঘরবাড়ি লুট করে ঘরে আগুন দিয়ে ঘরছাড়া করেছেন। এখন আবার মামলাও দিচ্ছেন। দেয়ালে পিঠ ঠেকে গেলে সামলাতে পারবেন তো?” শীর্ষক বক্তব্য মাশরাফী দিয়েছেন দাবিতে প্রচারিত ভিডিওটির অডিওটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Diversity Official – বি এস এল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট ২০২৪ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান
- Janakantha News – মাদক-যৌতুক-বাল্যবিয়ের বিরুদ্ধে ভূমিকা রাখবে ছাত্রলীগ | Mashrafe Bin Mortaza | Janakantha
- Kaler Kantho – আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেটের পুরস্কার বিতরণী
- Rumor Scanner’s own analysis
|