schema:text
| - সম্প্রতি হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষমা চেয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত দাবিতে প্রচারিত ভিডিওতে সাকিব আল হাসান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে ক্ষমা চান নি বরং এটি পুরোনো ভিন্ন ঘটনায় এক ভক্তের নিকট সাকিবের দুঃখ প্রকাশ করার ভিডিও।
ভিডিও যাচাই ০১
সাকিব আল হাসানের ভিডিওটির বিষয়ে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাকিব আল হাসানের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৬ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর হবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিও থেকে জানা যায়, সাকিব আল হাসান সেসময়(২০২০) অনিচ্ছাকৃতভাবে তার এক ভক্তের ফোন ফেঙ্গে ফেলার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি ভিডিওতে জানান, কোভিড-১৯ চলাকালীন তিনি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার চেষ্টা করছিলেন। তবে হঠাৎ তার এক ভক্ত অনুমতি না নিয়ে শরীর ঘেষে সেলফি তুলতে আসলে তিনি সরিয়ে দিতে চান এবং সেসময়ে তার ভক্তের হাতের সাথে হাত লেগে ফোনটি পরে ভেঙ্গে যায়। যার জন্য সাকিব ক্ষমা প্রার্থনা করেন।
ভিডিও যাচাই ০২
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২ অক্টোবরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের একটি সাক্ষাৎকার খুঁজে পাওয়া যায়।
উক্ত সাক্ষাৎকারের একটি অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর একটি দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।
সাক্ষাৎকারে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সাকিবের খেলার প্রশংসার পাশাপাশি তার খেলার বাহিরের জগৎ নিয়ে নানা সমালোচনা করেন।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে সংযুক্ত দুটি ভিডিও ক্লিপের সাথে আলোচিত দাবির কোনো মিল নেই।
উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ফেসবুক পেজে ২০২৩ সালের ১৬ মার্চ একটি ভিডিও প্রকাশ করে দুবাইয়ে সাকিবের পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি আরাভ খানের জুয়েলারি দোকান উদ্বোধন করতে যাওয়ার সমালোচনা করেন এবং সাকিবের বিরুদ্ধে তার(সুমন) নিজের ওপর হামলা চেষ্টার অভিযোগ করেন।
মূলত, ২০২০ সালে ক্রিকেটার সাকিব আল হাসান অনিচ্ছাকৃতভাবে তার একজন ভক্তের ফোন ফেঙ্গে ফেলার জন্য দুঃখ প্রকাশ করে তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন। অন্যদিকে ২০২৩ সালে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বেসরকারি ইলেকট্রনিক গণমাধ্যম একাত্তর টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে সাকিবের খেলার প্রশংসার পাশাপাশি তার খেলার বাহিরের জগৎ নিয়ে কড়া সমালোচনা করেন। সম্প্রতি উক্ত দুইটি ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে করে সাকিব আল হাসান ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে ক্ষমা চেয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে সাকিব আল হাসান ফেসবুক লাইভে এসে অর্থ পুরস্কার ঘোষণা করেছেন দাবিতে ইন্টারনেটে ভিডিও প্রচারিত হলে তা ভুয়া হিসেবে শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার টিম।
সুতরাং, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষমা চেয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Shakib AL Hasan – Youtube Video
- Ekattor TV – দোয়া করি তুমি ভালো খেলো – ব্যারিস্টার সুমন
|