schema:text
| - সম্প্রতি, “সৌদি আরবে সনাতন ধর্মের জয়জয়কার” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির মাধ্যমে দাবি করা হচ্ছে, সৌদি আরবে ‘হরে কৃষ্ণ’ শীর্ষক একটি গান পরিবেশিত হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভাইরাল ভিডিওটি দেখা হয়েছে ১৩ লক্ষ বার। ভিডিওটিতে ৪৯ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ২২ হাজার ৭ শতবার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, দাবিকৃত ভিডিওটি সৌদি আরবে সনাতন ধর্মের ‘হরে কৃষ্ণ’ নামের কোনো গানের পরিবেশনা নয়। প্রকৃতপক্ষে, এটি কুয়েতে অনুষ্ঠিত একটি কনসার্টে সৌদি আরবের জনপ্রিয় সংগীতশিল্পী আব্দুল মাজেদ আব্দুল্লাহর গাওয়া “হালা বেশ” নামের একটি আরবি গানের দৃশ্য। ওই গানের পরিবেশনার সময়কার একটি ভিডিও এডিট করে এতে ‘হরে কৃষ্ণ’ নামের একটি গান সংযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ভিডিওতে ‘Radwan Ahmed’ নামে একটি জলছাপ দেখা যায়, যা অনুসরণ করে একই নামের একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটির পোস্ট পর্যবেক্ষণ করে দেখা যায়, মূল ভিডিওটি চলতি বছরের ৮ জুন প্রকাশিত হয়েছিল। দাবিকৃত ভিডিওর দৃশ্যপট মূল ভিডিওর সঙ্গে পুরোপুরি মিলে গেলেও, অডিওতে স্পষ্ট পার্থক্য দেখা যায়। দাবিকৃত ভিডিওতে সনাতন ধর্মের ‘হরে কৃষ্ণ’ গান শোনা গেলেও, মূল ভিডিওতে কেবল কিছু বাদ্যযন্ত্রের সুর শোনা যাচ্ছে।
উক্ত ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যে পোস্টকারী জানান, ভিডিওর কনসার্টটি কুয়েতে অনুষ্ঠিত হয়েছে এবং এতে গান পরিবেশন করেছেন সৌদি আরবের জনপ্রিয় গায়ক আব্দুলমজিদ আব্দুল্লাহ। পরিবেশিত গানের শিরোনাম “হালা বেশ”।
সেই সূত্রে সৌদি আরবের সংগীত শিল্পী Abdul Majeed Abdullah এর ইউটিউব চ্যানেলে গত ২৭ মে তারিখে প্রকাশিত উক্ত কনসার্টে “হালা বেশ” নামের গানটি পরিবেশনের সময় ধারণকৃত ভিডিও পাওয়া যায়।
পরবর্তীতে “হালা বেশ” গানের নামের সূত্রে জানা যায়, গানটি সৌদি আরবের জনপ্রিয় গায়ক আব্দুলমজিদ আব্দুল্লাহ ২০২৪ সালের কুয়েত কনসার্টে গেয়েছিলেন।
অর্থাৎ, কনসার্টে আরবি গানের ভিডিওতে ‘হরে কৃষ্ণ’ শীর্ষক গানের অডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে প্রচার করা হয়েছে।
সুতরাং, “সৌদি আরবে সনাতন ধর্মের জয়জয়কার” শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি এডিটেড বা বিকৃত।
তথ্যসূত্র
- ‘Radwan Ahmed – Instagram Post
- Abdul Majeed Abdullah – Youtube Video
|