মুগ্ধর "পানি লাগবে পানি" এই কথাটা সুশীল সমাজের যেমন কানে বাজে ঠিক তেমনি "ভাই আমার পেটে বাচ্চা আছে, আমারে মাইরেন না মাফ করে দেন। আমি প্রেগন্যান্ট" এই কথাটাও আমি ভুলতে পারছি না। আমি আমার ভাই বোনদের রক্তের সাথে বেঈমানি করতে পারছি না। অনেক কাকুতি মিনতি করার পরেও তারা আমার সহকর্মী, আমার বোনকে পিটিয়ে জবা*ই করে মার*ছে। মহিলা পুলিশ হওয়াটাই কি তার অপরাধ ছিলো? অনাগত বাচ্চাসহ তাকে হ-ত্যা করা হলো পিটিয়ে জ*বাই করা হলো। এর বিচার কে করবে? আপনি যাকে হত্যা করলেন সে যদি হত্যা যোগ্য অপরাধে জড়িত না থাকে তবে সে বিচার আপনি/আপনারা পাবেন।