মুনতাহকে যারা হত্যা করে ছিলো সেই হত্যা কারি দের পক্ষে আজ আদালতে দাঁড়িয়েছিলেন এ্যাডভোকেট মোহাম্মদ শহিদুল্লাহ। উনাকে জিজ্ঞেস করতে চাই, জনাব! আপনার কি টাকার প্রয়োজন? যদি হয় তবে বলেন কতো টাকা লাগবে? আমরা সকল ভাই মিলে দিবো। তবুও নিজের মানুসত্ব নষ্ট করবেন না। দিন শেষে নিজের বিবেকের কাছে নিজেই হেরে যাবেন।