: ছাত্র শিবিরের স ন্ত্রা সী কথিত শহীদ আবু সাঈদ অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল—আমরা সবাই জানি। আর এদিকে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে নুন্যতম যোগ্যতার প্রয়োজন স্নাতক পাশ। আরও কথা আছে-প্রিলিতে টিকলো, তারপর লিখিত পরীক্ষা, তারপর ভাইবা টিকলে তারপর না—হয় অন্য আলোচনা। এখন প্রশ্ন হলো, কোন অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য এই শিবির সন্ত্রাসী আবু সাঈদকে পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করা হলো??