দীর্ঘ ১৫ দিন যাবত, এই শিশুটি খুলনা জেলার-পাইকগাছা উপজেলার মাহমুদকাটি মোড়ে দিন রাত ঘোরাফেরা করছে। রাত হলে যে কোন দোকানের সামনে ঘুমিয়ে পড়ে। সে তার নাম ঠিকানা বলতে পারে না। যদি কেউ ছেলেটির ঠিকানা জানেন, তাহলে যোগাযোগ করতে পারেন। ০১৭২৭০৩৯৩৬৬। আপনার একটি শেয়ারে ফিরে পেতে পারে ছেলেটি তার হারানো পরিবারকে!