schema:text
| - গত ১৩ অক্টোবর ইমার্জিং টিমস এশিয়া কাপ (পুরুষ) ওমান ২০২৪ এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে, “পারভেজ হোসেন ইমনকে অধিনায়ক করে ইমার্জিং এশিয়াকাপের জন্যে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করলো বিসিবি” শীর্ষক দাবিতে একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
তথাকথিত ১৫ সদস্যের এই তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন, পারভেজ হোসাইন ইমন (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, মাহফুজুর রহমান রাব্বি, জিশান আলম, জাকের আলী অনিক, আকবর আলী, ওয়াসি সিদ্দিক, আলিস আল ইসলাম, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারী, নাঈম শেখ, রেজওয়ান রহমান রাজা, রিপন মণ্ডল।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইমার্জিং টিমস এশিয়া কাপ (পুরুষ) ওমান ২০২৪ এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক পারভেজ হোসেন ইমন হওয়ার তথ্যটি সত্য নয় বরং বিসিবির ঘোষণাকৃত বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক আকবর আলী। এছাড়া, ১৫ সদস্যের তালিকায় তানজিম হাসান সাকিব ও জাকের আলী অনিককে রাখা হলেও তারা মূল তালিকায় নয়, সংরক্ষিত খেলোয়াড় হিসেবে দলে আছেন। পাশাপাশি মারুফ মৃধা ১৫ সদস্যের আসল দলে জায়গা পেয়েছেন, যা আলোচিত তালিকায় অনুপস্থিত।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে গত ১৩ অক্টোবর প্রকাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক ঘোষিত ইমার্জিং টিমস এশিয়া কাপ (পুরুষ) ওমান ২০২৪ এর জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলের তালিকা খুঁজে পাওয়া যায়।
উক্ত তালিকায় থাকা তথ্য অনুযায়ী ইমার্জিং টিমস এশিয়া কাপের ১৫ সদস্যের বাংলাদেশের মূল দলে আছেন, আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকী, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, মারুফ মৃধা।
আর সংরক্ষিত খেলোয়াড় হিসেবে আছেন, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ।
অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১৩ অক্টোবর “ইমার্জিং এশিয়া কাপে দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়কত্বে নতুন মুখ” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
সুতরাং, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পারভেজ হোসেন ইমনকে অধিনায়ক করে ইমার্জিং টিমস এশিয়া কাপ (পুরুষ) ওমান ২০২৪ এর জন্যে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে দাবিতে ইন্টারেনেটে প্রচারিত ১৫ সদস্যের তালিকাটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Dhaka Post – ইমার্জিং এশিয়া কাপে দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়কত্বে নতুন মুখ
- Bangladesh Cricket: The Tigers – Facebook Post
|