Authors
Claim
ভারতের প্রবেশের জন্য সীমান্তে জড়ো হয়েছেন বাংলাদেশের সর্বহারা মানুষজন।
Fact
ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৮ সাল থেকে ভিডিয়োটি ইউটিউবে রয়েছে। একাধিক ব্যবহারকারী ভিডিয়োটিকে আপলোড করেছেন। অনেকেই ভিডিয়োটিকে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত ২০১৮ সালের মিলনমেলার দৃশ্য বলে উল্লেখ করেছেন।
ভিডিয়োটিকে পুরনো এবং দাবিটিকে ফেক বলে দাবি করেছে অসম পুলিশও। তাঁদের তরফে এক্স পোস্ট করে স্পষ্ট ভাবে জানানো হয়েছে যে, ভিডিয়োটি ২০১৮ সালের।
প্রতিবছর উত্তর দিনাজপুরে ভারত-বাংলাদেশে সীমান্তে অনুষ্ঠিত হয় মিলনমেলা। দুই দেশের সীমান্তরক্ষীদের সহায়তায় এক বছর পর পর, নিজের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের দেখতে পান দুই বাংলার মানুষ। চলে উপহার আদানপ্রদানও।
Result: False
Sources
News Checker’s own investigation
X post by Assam Police