schema:text
| - গত ০৩ আগস্ট বিকেলে সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন ডাক দেয়া হয়। এর সূত্র ধরে ০৪ আগস্ট দেশব্যাপী বিভিন্ন জায়গায় সংঘর্ষে লিপ্ত হয় ছাত্র-জনতা ও পুলিশ। ঐদিনই সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দেশব্যাপী চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে, সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩ জন নিহত পুলিশ সদস্যের মধ্যে একজন গর্ভবতী নারী পুলিশ সদস্য ছিলেন এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে শীর্ষক দাবিতে এক নারী পুলিশ সদস্যের ছবিসহ ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুরে নিহত ১৩ জন পুলিশ সদস্যের মধ্যে কেউ নারী ছিলেন না এবং প্রচারিত ছবিটি ভিন্ন এক নারী পুলিশ সদস্যের। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
অনুসন্ধানের শুরুতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রথমসারির গণমাধ্যম আজকের পত্রিকা’র গত ০৫ আগস্ট প্রকাশিত ‘এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্যের নাম-পদবী, যেভাবে হত্যা করা হয় তাদের’ শিরোনামে একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ৩৬ জনের মতো পুলিশ সদস্য ছিলেন। ঐদিন আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে নিহত ১৩ পুলিশ সদস্যের সকলেই পুরুষ। তাদের মধ্যে ০১ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ০৪ উপপরিদর্শক (এসআই), ০১ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ০৭ জন কনস্টেবল ছিলেন। বাকি পুলিশ সদস্যরা পালিয়ে প্রাণে বেঁচেছেন।
পরবর্তীতে প্রচারিত ছবির নারী পুলিশ সদস্যের সম্পর্কে জানতে অনুসন্ধানে Choiti Chitra নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবির নারী পুলিশ সদস্য সম্পর্কে একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টকারী ভাইরাল ছবির নারীকে নিজের বোন দাবি করে জানান, আলোচিত ছবির নারীর নাম পৃথিবী চাকমা। তিনি বর্তমানে ঢাকায় পরিবারের সাথে আছেন এবং সুস্থ আছেন। মৃত্যুর গুজবে মানুষকে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন।
উক্ত তথ্যের সূত্র ধরে Prithibi Chakma নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়। উক্ত ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ০৯ আগস্ট এক পোস্টে (আর্কাইভ) জানানো হয়, তিনিই (পোস্টকারী) প্রচারিত ছবির নারী পুলিশ সদস্য এবং তিনি সুস্থ আছেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় নয় বরং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (উত্তর বিভাগ) এ কর্মরত আছেন বলে জানান।
অর্থাৎ, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তদের হামলায় কোনো নারী পুলিশ সদস্য নিহত হননি। নিহত নারী পুলিশ সদস্য দাবি করে যে নারীর ছবি প্রচার করা হচ্ছে তিনি সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় কর্মরত নন।
সুতরাং, সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় দুর্বৃত্তের হামলায় নিহত পুলিশ সদস্যদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Ajker Patrika: এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্যের নাম-পদবী, যেভাবে হত্যা করা হয় তাঁদের
- Prithibi Chakma: Facebook Post
- Choiti Chitra: Facebook Post
- Rumor Scanner’s Own Research
|