সম্প্রতি, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এক দফার দাবির ডাক দেয় ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় গত ০৫ আগস্ট গণভবনে প্রবেশ করে জনতা। তার প্রেক্ষিতে, গণভবনের দিকে জনস্রোতের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের গণভবনের দিকে জনতার যাত্রার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, প্রচারিত ভিডিওটি গত জুন মাসের কেনিয়ার রাজধানী নাইরোবির দৃশ্য।
অনুসন্ধানে “Uzalendo News” নামক একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে গত ২৫ জুন প্রকাশিত একটি ভিডিও (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
উক্ত ভিডিওতে বলা হয়, ভিডিওটি কেনিয়ার রাজধানী নাইরোবির আউটার রিং রোড থেকে ধারণ করা।
সুতরাং, কেনিয়ার ভিডিওকে বাংলাদেশের গণভবনের দিকে জনতার যাত্রার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Uzalendo News- X Post
- Rumor Scanner’s Own Analysis