schema:text
| - চলমান কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী সংঘাত ও সংঘর্ষের ঘটনাপ্রবাহে অসংখ্য মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে আমেরিকান র্যাপার ট্র্যাভিস স্কট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক কনসার্ট-২০২৪ নামে এক কনসার্টে পারফর্ম করেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ট্র্যাভিস স্কটের কনসার্ট দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ২০২৩ সালে ইতালির রোমের একটি কনসার্টের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে আলোচিত ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘Daniele Lombardo’ নামের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১২ আগস্ট ‘Travis Scott – FEIN Live – Utopia tour Rome, Italy (CRAZIEST MOMENT – MOSH PIT) 4K HDR’ শীর্ষক শিরোনামে প্রকাশিত ভিডিও’র সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়।
ভিডিওটির বিস্তারিত অংশে উল্লেখ করা হয়েছে ‘Circum Maximus, Circo Massimo, Roma, Italy – 07/08/2023’
‘Billboard’ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ১১ আগস্ট ‘Travis Scott’s ‘Utopia’: See Photos From His Circus Maximus Concert’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকান র্যাপার, গায়ক এবং রেকর্ড প্রযোজক ট্র্যাভিস স্কট ২০২৩ সালের ৭ আগস্ট ইতালির রোমের সার্কাস ম্যাক্সিমাসে তার নতুন লাইভ শো ইউটোপিয়া পরিবেশন করেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও ট্র্যাভিস স্কট কোনো কনসার্ট করেছেন এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় অসংখ্য ব্যক্তি নিহতের ঘটনার প্রেক্ষিতে আমেরিকান র্যাপার ট্র্যাভিস স্কট ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক কনসার্ট-২০২৪ নামে এক কনসার্টে পারফর্ম করেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের না। প্রকৃতপক্ষে, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের ৭ আগস্ট ইতালির রোমের সার্কাস ম্যাক্সিমাসে ট্র্যাভিস স্কট এর নতুন লাইভ শো ইউটোপিয়া কনসার্টে পারফর্ম করার ভিডিও।
সুতরাং, আমেরিকান র্যাপার ট্র্যাভিস স্কট এর ঢাবিতে শোক কনসার্ট-২০২৪ দাবিতে ইতালির কনসার্টের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Daniele Lombardo: Travis Scott – FEIN Live – Utopia tour Rome, Italy (CRAZIEST MOMENT – MOSH PIT) 4K HDR
- Billboard: Travis Scott’s ‘Utopia’: See Photos From His Circus Maximus Concert
- Rumors Scanner’s Own Analysis
|