অগ্নিসংযোগ করা হয়েছে এমন এক বাড়ি ও ক্রিকেটার লিটন দাসের একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে সাম্প্রতিক সময়ে ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ক্রিকেটার লিটন দাসের বাড়ির নয় বরং সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার।
এ বিষয়ে অনুসন্ধানে গত ০৫ আগস্ট ‘নড়াইলে হুইপ মাশরাফিসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ’ শিরোনামে প্রচারিত প্রথম আলো’র একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। এছাড়াও, একই দিনে প্রথম আলো’র ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
এসব প্রতিবেদনে থেকে স্পষ্ট বুঝা যায় লিটন দাসের বাড়ি দাবিতে মাশরাফি বিন মুর্তজার বাড়ির ছবি প্রচার করা হয়েছে। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাজনৈতিক সহিংসতা থেকেই মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
সুতরাং, মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার দৃশ্যকে ক্রিকেটার লিটন দাসের বাড়ি পুড়িয়ে দেওয়ার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Prothom Alo: নড়াইলে হুইপ মাশরাফিসহ আওয়ামী লীগের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ
- Prothom Alo: নড়াইলে মাশরাফির বাড়িতে হামলা-ভাঙচুর
- Rumor Scanner’s own analysis