schema:text
| - গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন অর্থাৎ গতকাল (০৮ জানুয়ারি) Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে ‘খালেদ মুহিউদ্দীনের সামনে নির্বাচন বাতিল করলো সিইসি, পুনরায় নির্বাচনের ঘোষণা’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি ভিডিওটি প্রায় ২ লাখ ১৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় সাড়ে ৪ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
পরবর্তীতে ভিডিওটি অপর একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। সেটি দেখুন এখানে (আর্কাইভ)।
Sabai Sikhi চ্যানেলের উক্ত ভিডিওটি’র লিংক শেয়ার করে ফেসবুকে প্রচারিত একটি পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন গ্রহণের কোনো ঘোষণা দেননি বরং নির্বাচন পরবর্তী সময়ে ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেওয়া প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাক্ষাৎকারের একটি অংশের ভিডিও ক্লিপের সাথে উক্ত দাবি সম্বলিত শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করে আলোচিত ভিডিওটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সাথে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে দেখা যায়। তবে সেখানে কোথাও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন বাতিল কিংবা পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণার কোনো দৃশ্য দেখা যায়নি।
উক্ত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘DW খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ নামের ইউটিউব চ্যানেলে গত ০৮ জানুয়ারি ‘মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
এই ভিডিওটি’র সাথে আলোচিত ভিডিওটি’র একটি অংশের হুবহু মিল পাওয়া যায়।
ভিডিওটিতে গত ৭ তারিখ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে কোথাও আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি।
ভিডিওতে নির্বাচন কতটা সফল হয়েছে এমন প্রশ্নের উত্তরে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‘কমিশন সার্বিকভাবে চেষ্টা করেছে নির্বাচন সফল করতে৷ এটাও কিন্তু একটা আপেক্ষিক বিষয়, কারণ, একটা বড় দল নির্বাচনে অংশহগ্রহণ করেনি৷ এটা অনস্বীকার্য৷’’
নির্বাচনে সহিংসতার বিষয়ে তিনি বলেন, ‘‘নির্বাচন অনেকটাই সহিংসতামুক্ত হয়েছে এবং ভোটার উপস্থিতিও ছিল সব মিলিয়ে৷ আমাদের জন্য যেটা স্বস্তিদায়ক হয়েছে যে কোনো ধরনের সহিংসতা বড় ধরনের হয়নি, মৃত্যু ঘটেনি, যেটা আমরা সব সময় প্রত্যাশা করি যে মানুষ আহত না হয়, নিহত না হয়৷ সেদিক থেকে আপেক্ষিক অর্থে নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে৷”
অর্থাৎ, ভয়েচে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে দেওয়া নির্বাচন পরবর্তী উক্ত সাক্ষাৎকারে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল কিংবা পুনরায় নির্বাচন গ্রহণের কোনো ঘোষণা দেননি।
পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কর্তৃক গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল কিংবা পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণার দাবির সত্যতা পাওয়া যায়নি। বরং নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২২২টি আসন লাভ করছে বাংলাদেশ আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ১টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ১টি এবং স্বতন্ত্র পদে মোট ৬২ টি আসনে জয়লাভ করেছেন প্রার্থীরা।
অর্থাৎ, উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটিতে প্রচারিত দাবিটি সঠিক নয়।
মূলত, গত ০৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ২৯৮ আসনের ফলাফলে ২২২ টি আসন লাভ করে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচন পরবর্তী গতকাল ০৮ জানুয়ারি উক্ত নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। উক্ত সাক্ষাতকারের ভিডিওটি ‘DW খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। পরবর্তীতে সেখান থেকে উক্ত ভিডিওটি সংগ্রহ করে এর কিছু অংশের সাথে ‘খালেদ মুহিউদ্দীনের সামনে নির্বাচন বাতিল করলো সিইসি, পুনরায় নির্বাচনের ঘোষণা’ শীর্ষক শিরোনাম ও থাম্বনেইল যুক্ত করে Sabai Sikhi নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। প্রকৃতপক্ষে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল কিংবা পুনরায় নির্বাচন গ্রহণের কোনো ঘোষণা দেননি।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং ডয়েচে ভেলের সাংবাদিক খালেদ মুহিউদ্দীনকে জড়িয়ে বিভিন্ন ভুয়া তথ্য প্রচারের প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার। এমন দুটি প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
সুতরাং, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন গ্রহণের ঘোষণা দিয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- DW খালেদ মুহিউদ্দীন জানতে চায়: মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
- DW: ভোটের হার নিয়ে বিতর্কের অবকাশ নেই: সিইসি
- Rumor Scanner’s Own Analysis
|