Last Updated on September 29, 2022 by Team THIP
সারমর্ম
বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সত্য সম্পর্কিত ব্লগ এ দাবি করা হয় যে তামার পাত্রে রাখা জল খেলে শরীর ঠান্ডা হয় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বারে । আমরা তথ্যানুসন্ধ্যান করে দেখেছি দাবি টা অর্ধসত্য ।
দাবি
“জাদুকরী ওষুধ! তামার পাত্রে জল খেলেই মিলবে রোগ-ব্যাধি থেকে মুক্তি” – এই শীর্ষক প্রতিবেদন দেখা যায় বেশ কিছু মিডিয়া ওয়েবসাইট এ ।
এছাড়া এই দাবি টি সোশ্যাল মিডিয়া ও ইউটুবেও যথেষ্ট ভাইরাল হয়েছে ।
ফ্যাক্ট চেক
তামার পাত্রে রাখা জল খেলে কি শরীর ঠান্ডা হয় বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বারে?
হ্যা । তামার পাত্রে রাখা জল খেলে আমাদের শরীরের কিছু জীবাণু প্রতিরোধক ক্ষমতা আসতে পারে তবে সেই জল আটচল্লিশ ঘন্টার মতন থাকতে হবে ।
কিন্তু তামার পাত্রে জল খেলে বা অল্প সময় রেখে দিলে সেই জল উপকারী হয়ে ওঠে – এই দাবির কোনো বৈজ্ঞানিক প্রমান নেই ।
তামার বাসন পত্র ব্যবহারের রীতি বহু পুরোনো কিন্তু সেটির সাথে স্বাস্থ্য সম্পর্কিত দাবির কোনো গবেষণামূলক সত্যতা এখনো পাওয়া যায় নি । তামা আমাদের শরীরের বিভিন্ন জরুরি উপাদানগুলোর মধ্যে একটি । অনেকেই তাই মনে করেন তামার পাত্রে রাখা জল বা খাবারের মাধ্যমে সেই তামা কিছুটা আমাদের শরীরে প্রবেশ করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ।
কিছু গবেষণাতে দেখা গেছে যে ষোলো থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত্য এই জল তামার পাত্রে রেখে দিলে তবে কিছুটা উপকারিতা পাওয়া যায় । সেই ক্ষেত্রে জলে তামার পরিমান বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ এ কিছুটা সক্ষম । কিন্তু তামার বাসন এ খাওয়ার খেলে বা অল্প সময় পাত্রে জল খেলে এই উপকারিতা পাওয়া যায় না ।
কিন্তু অন্যান্য গবেষণায় দেখা গেছে যে কিন্তু শরীরে তামার ঘাটতি কমানোর পক্ষ্যে এই জল খুব একটা কার্যকরী নয় । ওয়ার্ল্ড হেলথ অর্গানিজশন এর নির্ধারিত রোজ যেই পরিমান তামা আমাদের শরীরের দরকার, তার খুব অল্পই ওই তামার পাত্রে রাখা জল থেকে আসতে পারে ।